৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
‘সরকার এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশ কঠোর’

সমাজের কথা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রমজান মাস আসলেই একটা মহল দ্রব্যমূল্য বাড়ায়। কিন্তু সরকার এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশ কঠোর। সোমবার (১১ মার্চ) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক। এই সময়ে সরকার দ্রব্যমূল্য কমালেও কোনো প্রশংসা নেই বিএনপির।

তিনি বলেন, সরকার ইতিমধ্যে জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করেছে। এমনটি অন্য কেউ কখনো করেনি। এর প্রশংসা যারা করে না তারা স্রেফ বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিএনপি। রমজান মাসে বিএনপির কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “রমজানে কর্মসূচি রাখলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হবে।”

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্ব দেয় দুর্নীতি বরপুত্র। তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্ব দেবে ততদিন বিএনপি অপ্রসাঙ্গিক হয়ে পড়বে। তার কারণেই জনগণ থেকে বিছিন্ন।

সুপ্রিম কোর্টে নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম কোর্টে নির্বাচন যথাযথভাবে হয়েছে। বিএনপি সভাপতি পদে জয়লাভ করে প্রমাণ করলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিচ্ছিন্ন দু—একটি ঘটনা ঘটতেই পারে। তবে সরকার অপরাধের ব্যাপারে যখন কাউকে ছাড় দেয় না তখন বুঝা যায় সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে সে যতই প্রভাবশালী হোক।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক যড়যন্ত্র হয়েছে। ভোটার যেন ভোটকেন্দ্রে না যায়, তাই ভোটার তাড়ানোর জন্য অনেক কিছু করেছে। নির্বাচনকে বিতর্কিত করার দেশিবিদেশি ষড়যন্ত্র হয়েছে। যারা বলে দেশের মানুষের ভোটের প্রতি কোনো অগ্রহ নেই, সেটা মিথ্যা। স্থানীয় সরকারের নির্বাচনেও ভোটার উপস্থিতি বাড়ছে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram