২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
মণিরামপুরের ব্যাগারিতলায় হোটেলে কাভার্ডভ্যান : নিহত ৫
মণিরামপুরের ব্যাগারিতলায় হোটেলে কাভার্ডভ্যান : নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরের ব্যাগারিতলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে পড়ায় পাঁচজন নিহত হয়েছে । আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হোটেলে বসে নাস্তা করছিলেন বলে জানাগেছে।

মণিরামপুরে-নিহত-৫

স্থানীয়ারা জানান, আজ সকাল সাড়ে ৭ টার দিকে যশোর থেকে আসা একটি কাভার্ডভ্যান ( রেজিঃ ঢাকা মেট্রো-ন-২০-১৭৫১) মণিরামপুর থানার বেগারিতলায় এসে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় চাপা পড়ে টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান (৫৫) ও তার ছোট ছেলে তাওসীকে (৭) পিষ্ট করে তালেবের হোটেলে ধাক্কা দেয় । এতে জয়পুর গ্রামের জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের তৌহিদুর রহমান (৩৮) ও মীর সামসুল আলমও (৬০) প্রাণ হারান। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
Fri Sat Sun Mon Tue Wed Thu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram