৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাস মালিক সমিতির সভাপতি মুসলিম, সম্পাদক রিয়াদ

নিজস্ব প্রতিবেদক : যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির পঞ্চবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন মুসলিম আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম রিয়াদ। সভাপতি পদে মুসলিম আলী গরুর গাড়ি প্রতীকে ৮০ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম রিয়াদ ফুটবল প্রতীকে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোট গণনা শেষে শুক্রবার রাতে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে উৎসবমুখর পরিবেশে আরএন রোডস্থ যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬টি পদের বিপরীতে তিনটি প্যানেল এবং একটি স্বতন্ত্রসহ মোট ৪২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৩৭ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে সফিউল আলম (হাতি) ১০৬, গোলাম মাওলা (উড়োজাহাজ) ১০১, শ্যামল ভট্টাচায্যর্ (কলস) ৯৫, যুগ্ম সম্পাদক পদে বদরুজ্জামান (আনারস) ১৩০, সহসম্পাদক পদে জাকির হোসেন (মোমবাতি) ১০২, সাহেদ কবির মিলন (টিউবওয়েল) ৯৩, তরকিুল ইসলাম ( হেলিকাপ্টার) ৮৬ পেয়ে নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে আজমল হোসেন (মোরগ) ৯৬, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে বিশ্বজিৎ ঘোষ (আম) ১০৩, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম (দোয়েল পাখি) ১২৬ এবং সদস্য পদে টিপু সুলতান (কাপ পিরিচ) ১২৪, তবিবুর রহমান (কলা) ৯৮, আবুল হাশেম (চাকা) ৯১ ও ফজলুর রহমান (ডাব) ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন তারা।

উল্লেখ্য, নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠান গঠনতন্ত্র নিয়োম অনুযায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারে সদস্য এস এম তৌহিদুর রহমান। অসুস্থ থাকায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক অনুপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram