৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নৌকা প্রতীকে ভোট চাইলেন বাবুল ও রণজিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় নৌকা প্রতীকের দু’টি কমীর্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি যশোর—৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। অপরদিকে, মহিলা কলেজে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বর্তমান এমপি রণজিত কুমার রায়ও নৌকা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকালে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বে করেন পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু।

এসময় বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরী ভোলা, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ মিল্টন, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, বাঘারপাড়া উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ।

সভায় নৌকার প্রার্থী এনামুল হক বাবুল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মাকার্য় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, যশোর—৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার আহবান জানিয়েছেন সংসদ সদস্য রণজিত কুমার রায়। বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় কর্মী সমাবেশে এ আহবান জানান তিনি। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে রাজনীতি করি। শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। সেকারণে আমি স্বতন্ত্র নির্বাচন করতে পারিনা। আমি এর আগে পত্রিকায় বিবৃতি দিয়েছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বলছি ‘আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। আগামী ৭ তারিখে এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন’। এর আগে গত ২ জানুয়ারি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রণজিত কুমার রায়। এদিন বেলা ১২ টায় মহিলা কলেজে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে রণজিত রায়ের অনুসারীরাই উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ আজগর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব কুমার রায়, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার আঢ্য, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলাই ও কামরুজ্জামান লিটন, যুবলীগ নেতা আব্দুল আউয়াল, তরিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram