৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ঐতিহাসিক ৭ মার্চ : দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : যশোরসহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জেলা, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এসব কর্মসূচিতে সাতই মার্চের ভাষণের তাৎপর্য্যকে অনুধাবন ও ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার সকাল থেকে যশোর শহরের বকুলতলাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সরকারি—বেসরকারি সেবাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিন, পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ—সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, যুবলীগ নেতা কেরামত আলী প্রমুখ। যশোর পৌর আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সহ—সভাপতি আলাউদ্দিন আলা, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ শাহিদ, কোষাধ্যক্ষ হাজী হাসান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ, সাবেক ছাত্রনেতা রওশন ইকবাল শাহী, নেতা রবিউল ইসলাম রবি, ছাত্রনেতা মেহেদী হাসান রনি, ছাত্রলীগ যুগ্ম সম্পাদক আশিকুর রহমান হৃদয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক, শামছুদ্দিন, কামরুজ্জামান, জসিম উদ্দিন রানা প্রমুখ।

এছাড়াও যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল, যশোর সরকারি এমএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, জেলা শ্রমিকলীগ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তর, সড়ক ও জনপথ, উপ—মহাব্যবস্থাপক টেলিকম, তুলা উন্নয়ন বোর্ড, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এলজিইডি, জেলা ডাক বিভাগ, আনসার বাহিনী, যশোর সরকারি মহিলা কলেজ, শিল্পকলা একাডেমি, জয়তী সোসাইটি, জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর কালেক্টারেট স্কুল, ডা. আব্দুর রাজ্জক মিউনিসিপ্যাল কলেজ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, যশোর সরকারি কলেজ, হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ, যশোর পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

এদিকে, যশোর শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, বৃহত্তর যশোর জেলার মুক্তিযুদ্ধকালীন বিএলএফ উপপ্রধান মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা এইচ এম মাযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকার দাস রতন ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু।

যশোরে শিক্ষা প্রতিষ্ঠানে, র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ ড. মো. আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা। সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান।

সরকারি মহিলা কলেজের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুন। বিশেষ অতিথি প্রভাষক মোফাজ্জেল হোসেন ও প্রভাষক আশরাফুজ্জামান। সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আহসান হাবিব।
জিলা স্কুলের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, জামাল উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ।

ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, প্রভাষক শাহিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান, উত্তম কুমার পাল, জসিম উদ্দিন প্রমুখ।

এদিকে, যশোর জেলা আওয়ামী লীগের আয়োজনে গাড়িখানা রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বক্তব্যে সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দল পরিচালনা করে আওয়ামী লীগ। এই দল জনগণের দল। জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে। তলাবিহীন ঝুড়ি থেকে আজ আওয়ামী লীগ দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আর এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা বসে নেই। তাদের ষড়যন্ত্র যেমন আগে ছিল, তেমনই এখনও আছে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এছাড়াও বক্তব্য রাখেন, সহ—সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সামির ইসলাম পিয়াস, অধ্যাপক সাইফুল ইসলাম তুহিন, হুমায়ন সুলতান সাদাব, পৌর আওয়ামী লীগের সহ—সভাপতি ফিরোজ খান, কাউন্সিলর রোকেয়া পারভিন ডলি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা উপ কমিটির সদস্য হাজেরা পারভিন ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল। যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল হকের অনুষ্ঠান সঞ্চলনায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, মারুফ হোসেন, যৃবলীগ নেতা কেরামত আলী প্রমুখ।

যবিপ্রবি : জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পুস্তক প্রদর্শনীসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

এদিন সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শিক্ষক—শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ^বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থিত ‘বঙ্গবন্ধু কর্নার’—এ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর লেখা ও তাঁকে নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শিত হচ্ছে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ড. মুনিবুর রহমান, অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. কামরুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ প্রমুখ। এ ছাড়া কর্মসূচিতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক—শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আদ্—দ্বীন সকিনা মেডিকেল কলেজ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‌্যালিসহকারে ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আদ্—দ্বীন সকিনা মেডিকেল কলেজের শিক্ষক—শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহা, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নওশাদ মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমু ঘোষ, কলেজ সেক্রেটারি সুব্রত কুমার বসাকসহ অন্যান্যরা। এছাড়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাচিক শিল্পী সংঘ: যশোরে বাচিক শিল্পী সংঘ’র আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনাসভা ও বঙ্গবন্ধু বিষয়ক কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে বাচিকশিল্পী সংঘ’র সভাপতি ড. সবুজ শামীম আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য এবং যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। ৭ই মার্চ সম্পর্কে আলোচনা করেন যশোর কেন্দ্রীয় বাচিকশিল্পীর সাধারণ সম্পাদক সাধন কুমার দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, কেন্দ্রীয় বাচিকশিল্পীর সাংগঠনিক সম্পাদক প্রভাষক দীপ্তি মিত্র, কোষাধ্যক্ষ মাহমুদা রিনি, অনুষ্ঠান সম্পাদক অনুষূয়া ঘোষ, সদস্য কাজী লিনা আরাফাত, ফারজানা ববি প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram