১০ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
রমজান শেষে এলো খুশির ঈদ
রমজান শেষে এলো খুশির ঈদ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর শনিবার না রোববার তা জানা যাবে আজ শুক্রবার। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ দেশের আকাশে পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেলে কাল শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে শনিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে রোববার (২৩ এপ্রিল)।

এদিকে, সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আজ শুক্রবার (২১ এপ্রিল)। দিনভর নানা জল্পনা-কল্পনার পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। খবর আরব নিউজের।

এদিকে, ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তারা বিশ্ব মুসলিমের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

এক মাসের সিয়াম সাধনার পর উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সম্প্রদায়ের মানুষ মেতে উঠবে আনন্দ উৎসবে। যারা এক মাস রোজা রেখে অভুক্ত থাকার কষ্টকে অনুভব করেছেন, নামাজ, তারাবি, ইবাদত-বন্দেগি ও ইসলামের অনুশাসন পালন করেছেন, তাদের জন্য এ ঈদ আনন্দ উপভোগের, উচ্ছ্বাসের ও শান্তির। তাদের জন্য মহান রাব্বুল আলামিনের মহাপুরস্কার হচ্ছে ঈদ। পবিত্র কোরআনের বর্ণনা মতে, এক মাস রোজা রাখার পর মুসলমানরা যখন নতুন পায়জামা-পাঞ্জাবি তথা পছন্দের পোশাক পরে, দেহে আতর-খুশবু মেখে ঈদগাহে যান তখন ফেরেশতারা তাদের সংবর্ধনা জানান।

এদিকে, যশোরের আট উপজেলার ৮০টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাইন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম এতথ্য দিয়েছেন।

তথ্যমতে, যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০মিনিট। এছাড়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। রেল বাজার জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত জামাত ৮টা ৩০মিনিট।

যশোর জজকোর্ট জামে মসজিদে প্রথম জামাত সকাল ৯টায়। চাঁচড়া ডাল মিল জামে মসজিদে সকাল ৮টায়, কারবালা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৩০মিনিট এবং দ্বিতীয় জামাত ৮টা ৩০ মিনিটে। ওয়াপদা কলোনী জামে মসজিদের প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিট এবং দ্বিতীয় জামাত ৮টা ৩০ মিনিট। পিটিআই জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টা ৩০ মিনিটে। কোতোয়ালি জামে মসজিদে সকাল ৭টা ৩০মিনিটে, আশ্রম রোড বায়তুল মামুর জামে মসজিদ প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, রেল রোড আল মসজিদুল আকসায় সকাল ৮টায়, মাইকপট্টি বায়তুল সালাম জামে মসজিদে সকাল ৭টা ৩০মিনিটে, বারান্দীপাড়া ২নং কলোনি জামে মসজিদে সকাল ৮টায়, আমিনিয়া আলিয়া মাদরাসার জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে ও দ্বিতীয় জামাত ৮টায়, সম্মলিনী স্কুল জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল ৮টায়, দড়াটানা মাদরাসা জামে মসজিদে সকাল ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদ সকাল ৮টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, লেবুতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টায়, মনোহরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, তালবাড়িয়া মাদরাসা ঈদগাহ ময়দান সকাল ৮টা ৩০মিনিটে, ঘুরুলিয়া স্কুল ইদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, বসুন্দিয়া বায়তুল সালাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, চুড়মনকাটি ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টা ১৫মিনিটে এবং ফুলতলা বাজার জামে মসজিদে সকাল ৮টা ৩০মিনিটে।


অন্যদিকে, কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টায়, নুড়ীতলা ঈদগাহে সকাল ৮টা ৩০মিনিটে, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ও কেশবপুর পৌরসভার পুরাতন ঈদগাহে সকাল ৮টা ৩০মিনিটে। এছাড়াও চৌগাছা কামলি মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, উপজেলা শাহী মসজিদ ঈদগাহ ময়দান সকাল ৭টা ৩০মিনিটে, পাতিবিলা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, হাকিমপুর ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, পাশাপোল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, সলুয়া বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এবং নারায়নপুর ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, কাটাখাল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, বাকড়া জেকে হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, মাটিকুমড়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে ও বাইশা স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


অপরদিকে, মণিরামপুর জালঝাড়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, মণিরামপুর থানা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, খেদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, নেহালপুর বাজার দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ও মণিরামপুর ফাজিল মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাঘারপাড়া সি মাদরাসা ঈদগাহে সকাল ৮টায়, দোহাকুলা বাজার মসজিদ ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিট, চাড়াভিটা হাইস্কুল মাঠ ঈদগাহে সকাল ৮টা ৩০মিনিটে, দয়ারামপুর মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, খাজুরাবাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, মির্জাপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে এবং রায়পুর বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল ময়দানে সকাল ৭টায়, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, পায়রা মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, গাজিপুর রউফিয়া কামিল মাদরাসা ময়দানে সকাল ৮টায়, রাজঘাট হাইস্কুল ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে ও পীর বাড়ি ঈদগাহ ময়দান সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শার্শা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৫০মিনিটে, নাভারণ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে, উলাশী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram