৩০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) কাঙ্কার জেলায় এই বন্দুকযুদ্ধ হয়।
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত

সমাজের কথা ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) কাঙ্কার জেলায় এই বন্দুকযুদ্ধ হয়। লোকসভা নির্বাচনের কয়েক দিন আগে এই ঘটনা ঘটলো। নির্বাচনে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

কাঙ্কার জেলায় লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। প্রতিবেশী বাস্তার জেলায় মাওবাদীদের শক্তিশালী অবস্থান রয়েছে। বাস্তারে প্রথম ধাপে, আগামী শুক্রবার ভোট হবে। এবারের লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে।

মাওবাদী সশস্ত্র বিদ্রোহীরা প্রয়াত চীনা নেতা মাও জে দং-এর সমাজতন্ত্রের চিন্তাধারার অনুসারী। ভারতের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে কয়েক দশক করে সশস্ত্র গেরিলা সংগ্রাম করে আসছে। সরকারি বাহিনীর সঙ্গে প্রায় সময় তাদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, কঙ্কার জেলায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। পরে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়। এতে নিরাপত্তাবাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

 

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকযুদ্ধের পর এলাকাটিতে তল্লাশির সময় ২৯ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সেখান থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

 

মাওবাদীদের দাবি, তারা ভারতের দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের নিজেদের ভূমিতে আরও অধিকার এবং খনি কোম্পানির শোষণের শিকার শ্রমিকদের খনিজসম্পদে বৃহত্তর অধিকার দেওয়ার জন্য সংগ্রাম করছে।

 

রবিবার ছত্তিশগড়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অঙ্গীকার করেছেন, মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পুনরায় ক্ষমতায় আসলে সশস্ত্র বিদ্রোহকে নির্মূল করা হবে।

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram