২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
পূজা মন্ডপ পরিদর্শন
নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

সমাজের কথা ডেস্ক : আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তারা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করেন। বিস্তারিত রিপোর্টে—

মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে রোববার সন্ধ্যায় পৌর শারদীয়া দুর্গাপুজা মন্দিরে মহাষ্টামী তিথিতে এলাকার ৪শ নারীদের মাঝে শাড়ি (বস্ত্র) বিতরণ করেছেন ঝিনাইদহ—৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল।

পৌর শারদীয়া দুর্গাপুজা মন্দিরে সভাপতি পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পুজা উদর্যাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস, সহ সভাপতি শ্যামাপদ হালদার প্রমুখ।

এরপুর্বে সকালে কোটচাঁদপুর উপজেলার প্রতিটি শারদীয়া দুর্গাপুজা মন্দিরে নগদ অর্থ ও শাড়ি (বস্ত্র) বিতরণ করেন ঝিনাইদহ—৩ আসনের সংসদ সদস্য আলহাজ ফিকুল আজম খান চঞ্চল।

<< আরও পড়তে পারেন >> আ’লীগের মনোনয়নপ্রত্যাশীদের গণসংযোগ, মণ্ডপ মন্দির পরিদর্শন

চিতলমারী : বাগেরহাটের চিতলমারী উপজেলাসহ ৯টি উপজেলায় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের শারদ উপহার বিতরণ করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রস্টের ট্রাস্টি অ্যাডভোকেট শম্ভু নাথ রায়। রোববার (২২ অক্টোবর) মহাঅষ্টমীর দিনে তিনি শারদ উপহারের চেক বিতরণ করেন। এ বছর জেলার ৭৬টি মন্ডপে পাঁচ হাজার টাকা করে মোট তিন লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় সাবেক সংসদ সদস্য হেপী বড়ালসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক ও অর্থবিষয়ক সম্পাদকসহ পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রস্টের ট্রাস্টি অ্যাডভোকেট শম্ভু নাথ রায় বলেন, ‘চেক বিতরণের সাথে সাথে প্রতিটি মন্ডপে দাঁড়িয়ে নৌকা মার্কার বিজয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাগেরহাট—১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মা দুর্গার কাছে প্রার্থনা করেছি।’

বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ৯৭টি পুজা মন্ডপে অনুদান প্রদান করেছেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার বিকেলে উপজেলার বর্ণময় কিন্ডার গার্ডেন মাঠে মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান প্রদান করা হয়।

বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ দিলু পাটোয়ারী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ এনায়েত হোসেন লিটন, আওয়ামী লীগ নেতা ও বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বকুল, কামাল হোসেন, মাজহারুল ইসলাম তুর্কি, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক অশোক কুমার শাহা।

সংবাদ বিজ্ঞপ্তি: মণিরামপুরে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ—কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ—সভাপতি এস এম ইয়াকুব আলী।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কৃষ্ণবাটী, ঢাকুরিয়া, করেরাইল, ঢাকুরিয়া বাজার, সুবলকাটি, গাবুখালী উত্তরপাড়া, দক্ষিণ গাবুখালী, তারুয়াপাড়া, চাপাকোনা, জয়পুর দাসপাড়া, হোগলাডাঙ্গা, মধুপুর ও পোড়াডাঙ্গা সর্বজনীন দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময় শেষে এ আর্থিক অনুদান ও বস্ত্র প্রদান করেন তিনি।

এসময় এস এম ইয়াকুব আলীর সাথে ছিলেন মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, আওয়ামী লীগ নেতা সুব্রুত সিংহ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহাদুল করিম, ইউপি সদস্য ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম ও মাহাবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তি: অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে যশোর—৪ (বাঘারপাড়া—অভয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যশোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা কাজী জাহাঙ্গীর আলম লিপু, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুর রহমান মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা শেখ আব্দুল আলীম হারুন, বাঘারপাড়া উপজেলা মৎস্যজীবী লীগের তারিকুল সরদার প্রমুখ।

কয়রা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার কয়রা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন খুলনা—৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম। গত শনিবার বিকেলে উপজেলার মালিখালি, বোগা, চটকাতলা, গাজীনগর, কয়রা সদর দক্ষিণ মদিনাবাদ, ৩ নং কয়রা, বড়বাড়ী, দক্ষিণ মঠবাড়ী, খড়িয়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন।

এ সময় তিনি মন্দির কমিটি ও দর্শনার্থীদের মাঝে সরকারের উন্নয়ন সম্বলিত পোস্টার বিতরণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃঞ্চপদ মন্ডল, পাইকাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীজন বিহারী সরকার, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী, আওয়ামী লীগ নেতা কুদ্দুস সানা, কবিদাস বাহাদুর, আজমির হোসেন মন্টু পাড়, পাইকগাছা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ মন্ডল, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শুকুমার মন্ডল, যুবলীগনেতা শাহাবুদ্দিন মালি, আজিয়ার গাজী, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, কয়রা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

ফুলতলা : ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন রোববার পরিষদ সভা কক্ষে উপজেলার মন্ডপ সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় করেন।

বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতি অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের রিপন, আসলাম খান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, মোস্তফা কামাল চৌধুরী বুলু, আব্দুল হাই সরদার, রনজিৎ বসু, অজয় নন্দী, তপন কুন্ডু, তুহিন কুন্ডু, সুবোধ বসু প্রমুখ।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন নিজস্ব তহবিল থেকে উপজেলার ৪০ টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ সমূহ পরিদর্শন এবং দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ও কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram