২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জেলি পুশকৃত ৬শ’ কেজি চিংড়ি পুড়িয়ে ধ্বংস, জরিমানা

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে দুই পরিবহন থেকে জেলি পুশকৃত ৬শ’ কেজি চিংড়ি মাছ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সাথে দুই পরিবহন চালককে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব—৬ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফয়সাল তানভীর ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ের একটি দল অভিযান পরিচালনা করেন।
বুধবার (১৪ই ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মনিহার এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব—৬ ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য দিয়েছেন যশোর র‌্যাব—৬ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফয়সাল তানভীর।

<<আরও পড়তে পারেন>> ফসলি জমির মাটি কাটার মহোৎসব

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ওজন বৃদ্ধির জন্য বিপুল পরিমাণ চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করা হয়েছে । সেগুলো সাতক্ষীরার থেকে দু’টি (চাপাই ট্রাভেলস ও চাপাই এক্সপেস নামক) বাস যশোর মনিহার মোড় হয়ে চাপাইনবাবগঞ্জ নেওয়া হচ্ছিলো।

রাত ১১ টার দিকে যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ কে সঙ্গে নিয়ে যশোর মনিহার এলাকায় অভিযান চালিয়ে পরিবহন দু’টি আটক করা হয়। পরে ট্রাক দু’টিতে তল¬াশি করে (রেজি: নং ঢাকা মেট্রো জ—১২—১৫১৯) চাপাই ট্রাভেলস বাসে ৯ টি ককসিট ও (রেজি: নং ঢাকা মেট্রো ব—১৫—৪৪৪১) চাপাই এক্সপ্রেস বাসে ৮ টি ককসিট, মোট ১৭ টি ককসিট ভর্তি চিংড়ি উদ্ধার করা হয়। প্রতিটি ককসিটে আনুমানিক ৩৫ কেজি করে মোট আনুমানিক ৬০০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। পরে সেগুলো সকালে আগুনের পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাপাই ট্রাভেলস (রেজি: নং ঢাকা মেট্রো জ—১২—১৫১৯) বাসের মালিক মো. ওয়ালিদ’কে ২০,০০০/— (বিশ হাজার) টাকা ও চাপাই এক্সপ্রেস (রেজি: নং ঢাকা মেট্রো ব—১৫—৪৪৪১) বাসের মালিক মো. মোরছেদ’কে ২০,০০০/— (বিশ হাজার) টাকা, মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram