কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১ টায় উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়াড়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্যার সভাপতিত্বে ও তথ্যসেবা অফিসার ইসকিতা আফরিনের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক খায়রুল আলম প্রমুখ। উঠান বৈঠকে ৫০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।