২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শ্বাসরুদ্ধকর খেলায় নকআউটে জাপান-স্পেন, জার্মানির বিদায়
শ্বাসরুদ্ধকর খেলায় নকআউটে জাপান-স্পেন, জার্মানির বিদায়

সমাজের কথা ডেস্ক :  শেষ দিনে জার্মানি, স্পেন, কোস্টারিকা,জাপান, চার দলেরই নকআউটে যাওয়ার সুযোগ ছিল । সেই খেলায়  বার বার রঙ বদলে ৪ দেশ উপহার দিলো কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর এক দিনের। যার শেষে কপাল পুড়েছে জার্মানির, প্রথম রাউন্দ থেকেই বিদায় নিতে হলো তাদের। কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জয়ও তাদের কোন কাজে আসলো না। অপরদিকে জাপানের কাছে ২-১ গোলে হেরেও নকআউটে পৌঁছে গেছে স্পেন।

জার্মানির সামনে শেষ দিনের সমীকরণটা ছিল নিজেদের জয়ের সাথে স্পেনেরও বিজয়। সে কাজটা ভালোভাবেই সারে জার্মানি । ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা। তবে তাদের কপাল পড়ে স্পেন-জাপান খেলায় স্পেন হেরে যাওয়ায়। খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের খেলায় স্পেনকে ২-১ গোলে হারিয়ে দেয় এশিয়ান টাইগার জাপান। ই গ্রুপের সেরা দল হয়ে নকআউটে পা রাখলো তারা। অপরদিকে  নিজেদের ম্যাচে ২-১ গোলে হেরেও  শেষ ষোলোয় পা রাখে স্পেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram