১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শার্শার ৪টি কেন্দ্রে গড় পাশ ৭৭.৭৪

বিএম রুহুল কুদ্দুস শাকিল, সাড়াতলা (শার্শা): এইচএসসি ও সমমান পরীক্ষায় শার্শার ৪টি কেন্দ্রে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

যশোর শিক্ষা বোর্ড ঘোষিত বুধবারের ফলাফলে ১৪৮৫ জন পাশ করেছে। অকৃতকার্য হয় ৪২৫ জন। মোট এ প¬াস পেয়েছে ৩৩৩ জন। বাকিরা বিভিন্ন গ্রেড পয়েন্ট নিয়ে পাশ করেছে।

গড় পাশের হার ৭৭.৭৪%। বুরুজবাগান, বাগআঁচড়া, বেনাপোল ও সাড়াতলা কেন্দ্র ্র সূত্রে জানান গেছে, আকিজ উদ্দিন কলেজিয়েট স্কুল ফলাফলে শীর্ষে রয়েছে।

এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২২ জনের মধ্যে পাশ করেছে ১১৯ জন। এপ¬াস পেয়েছে ৯০ জন। পাশের হার ৯৮.৩৫%। দ্বিতীয় অবস্থানে আছে বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন ডিগ্রী কলেজ ৩৭৮ জনের মধ্যে পাশ করেছে ৩৫৩ জন। এপ¬াস পেয়েছে ৮৩ জন। পাশের হার ৯৩.৩৯%।


অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজ, সাড়াতলা মোট ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১২১ জন। এ প¬াস পেয়েছে ১৬ জন। পাশের হার ৭৫.৬২%। পাকশিয়া আইডিয়াল ডিগ্রী কলেজ ৯৩ জনের মধ্যে পাশ করেছে ৭২ জন। এ প¬াস পেয়েছে ১৪ জন।

পাশের হার ৭৭.৪২%। লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ৩২ জনের মধ্যে পাশ করেছে ২৫ জন। এ প¬াস নেই। পাশের হার ৭৮.১২%। বেনাপোল ডিগ্রী কলেজ ২৩৩ জনের মধ্যে পাশ করেছে ১৬৮ জন।

এ প¬াস পেয়েছে ১১ জন। পাশের হার ৭২.১০%। গোগা ইউনাইটেড আদর্শ কলেজ ১০৬ জনের মধ্যে পাশ করেছে ৫৫ জন। এ প¬াস পেয়েছে ৬ জন। পাশের হার ৫১.৮৯%।

বাগআঁচড়া ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ ৩৭ জনের মধ্যে পাশ করেছে ২৮ জন। এ প¬াস পেয়েছে ২ জন। পাশের হার ৭৫.৬৮%। বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ ৪৭ জনের মধ্যে পাশ করেছে ২২ জন। এ প¬াস পেয়েছে ৭ জন। পাশের হার ৪৬.৮১%।

নাভারণ সরকারি শেখ ফজিলাতুননেছা মহিলা কলেজ ২২৯ জনের মধ্যে পাশ করেছে ১৬৮ জন। এ প¬াস পেয়েছে ৪৭ জন। পাশের হার ৭৩.৩৬%। নাভারণ ডিগ্রী কলেজ ২২০ জনের মধ্যে পাশ করেছে ১২২ জন। এ প¬াস পেয়েছে ৬ জন। পাশের হার ৫৫.৪৫%।

শার্শা উপজেলা কলেজ ২৫৩ জনের মধ্যে পাশ করেছে ২৩২ জন। এ প¬াস পেয়েছে ৫১ জন। পাশের হার ৯১.৭০%।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram