২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে জীবননগর উপজেলায় ট্রাক্টর উল্টে একজন এবং আলমডাঙ্গা উপজেলায় ট্রাক উল্টে দুই জন মারা গেছেন।
নিহতরা হলেন-দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক আল আমিন (৩৭), একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে চালকের সহকারী আশিক রহমান (২৭) এবং আলমডাঙ্গা উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে হাসান আলী (১৩)।

স্থানীয়রা জানায়, সোমবার (৪ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।পরে ভুট্টাবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আল আমিন ও চালকের সহকারী আশিক রহমান (২৭)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে সকালে জীবননগর উপজেলায় মাটিবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহকারী হাসান আলী (১৩) নিহত হন। সে একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram