২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
মেটার বিরুদ্ধে মামলা
গৃহযুদ্ধের সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
267 বার পঠিত

সমাজের কথা ডেস্ক : মেটার (ফেইসবুক)  অ্যালগোরিদম ইথিওপিয়ায় গৃহযুদ্ধের সহিংসতা উসকে দিয়েছিল– এমন অভিযোগে একদল ভুক্তভোগী বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ কোম্পানি মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।

বার্তা সংস্থা বিবিসি জানায়,  মামলাকারীরা মেটার কাছে ২০০ কোটি ডলার ক্ষতিপূরণের  দাবি করেছে। পাশাপাশি তারা ফেইসবুকের অ্যালগোরিদমেও পরিবর্তন আনার দাবি জানিয়েছে । যদিয় মেটার এক মুখপাত্রের এ বিষয়ে  ভাষ্য হল, বিদ্বেষ আর সহিংসতার প্রচার তাদের প্ল্যাটফর্মের নীতিমালার বিরোধী। তাই অভিযোগ সঠিক নয়। বিবিসিকে তিনি বলেছেন,

“ইথিওপিয়ায় আমাদের নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়ক কর্মকাণ্ড পরিচালিত হয় স্থানীয় সংগঠন আর আন্তর্জাতিক সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে ।”

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram