নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা থেকে হারিয়ে যাওয়ার একমাস পর ফরিদা বেগমকে (৪০) তার পরিবারের কাছে তুলে দিয়ে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২০ মার্চ দুপুরে ফরিদাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ফরিদা নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে।
পিবিআই যশোর জানিয়েছে, গত ১৫ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীকে অজ্ঞাতনামা হিসাবে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি যেহেতু কোন কথা বলতে পারেনি। ফলে তার পরিচয় জানা সম্ভব হয়নি। পিবিআই যশোর বিষয়টির খোঁজখবর নেয়। তার হাতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে তা ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে রিপোর্টে আসে তার নাম পরিচয়।
ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর তার এনআইডি কার্ড থেকে নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়। এরপর নেত্রকোনায় তার পরিবারর সাথে যোগাযোগ করা হয়। গত ২০ মার্চ ফরিদার দুই ভগ্নিপতি আব্দুল গনি ও আবু চান মিয়া যশোরে এসে পিবিআই অফিসে যোগাযোগ করেন। হাসপাতালে ভর্তি ফরিদা সুস্থ হলে তাদের হাতে তুলে দেয়া হয়।
রা জানিয়েছেন, ফরিদা মানসিক প্রতিবন্ধী। কিভাবে কার সাথে সে মাস খানেক আগে নেত্রকোনা থেকে যশোরে আসে তা তারা বলতে পারেননা। নিখোঁজের পর পরিবার তাকে সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেছে। পরে পিবিআই তাদের বাড়িতে সংবাদ দিলে তার যশোরে এসে ফরিদাকে জিম্মায় নেন।