ক্রীড়া ডেস্ক : যে মাঠে সৌদি আরবের সঙ্গে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা, সেই মাঠেই আজ রাতে মেক্সিকোর বিপক্ষে নামছেন মেসিরা। যার নাম লুসাইল আইকনিক স্টেডিয়াম।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায় । ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ আয়োজনের দায়িত্ব পেয়ে কাতার নিজেদের সক্ষমতাকে বিশ্বের কাছে তুলে ধরতে ৮ টি দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণ করে। লুসাইল আইকনিক স্টেডিয়াম তার একটি। ১৮ ডিসেম্বর এবারের আসরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচসহ গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। ৮০ হাজারেরও বেশি ধারণক্ষমতার মাঠটিতে আগের দুই ম্যাচেও সব আসন দর্শকে পূর্ণ ছিল। আজকের ম্যাচের সব টিকিট আগেই বিক্রি হয়ে আছে ।