মনিরুজ্জামান মনির : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের কাচারি পাড়ার নতুন মসজিদের পাশে সরকারি রা¯ত্মার পাশ থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে শাহজান কবিরের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরের দিকে ওই এলাকায় গিয়ে দেখা মেলে ১টি মেহগনি গাছ কেটে পাশের জমিতে ফেলে রাখা। বাকি আরও গাছ কাটার প্রস্তুতি নিচ্ছেন শাহজান কবিরের গাছ কাটা শ্রমিকরা। নওয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঁচবাড়িয়া গ্রামের কাচারি পাড়ার সরকারি পাকা রা¯ত্মার দু’পাশে মেহগনি গাছ রয়েছে। ওই রা¯ত্মার পাশের জমির মালিক শাহজান কবির নিজেই ওই গাছ লাগিয়েছেন সেই দাবিতে গাছ কাটছেন শ্রমিকরা।
স্থানীয় শিমুল হোসেন জানান, দোকানে আসার পর দেখতে পান রা¯ত্মার পাশের গাছ কাটছে শাহজান কবিরের শ্রমিকরা। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম রেজা লিপু জানান, গাছকাটার বিষয়টি তার জানা নেই। রা¯ত্মার জমিতে যদি সে গাছ লাগিয়েও থাকে তাহলেও উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে গাছ কাটতে হবে। লিখিত অনুমতি ছাড়া গাছ কাটতে দেওয়া হবে না।
নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন জানান, রা¯ত্মার গাছ শাজাহান কাটাচ্ছে এবিষয়ে তারা জানা নেই। তার উচিত ছিল গাছ কাটার আগে জানানো।