মাগুরা প্রতিনিধি॥ বছর ব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২২ এর উদ্বোধন করা হয়। রোববার সকাল ১১টায় মাগুরা নোমানী ময়দানে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা এর আয়োজনে মেলার উদ্বোধন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা ড. হায়াত মাহমুদ। মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু নাসির বাবলু, কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মো. মইনুল ইসলাম পলাশ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর এবং শ্রীপুর উপজেলা কৃষি অফিসার ছালমা জাহান নিপা। এছাড়া কৃষক প্রতিনিধি হয়ে বক্তব্য রাখেন চাষি মো. রবিউল ইসলাম।