মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥ জমা-জমি নিয়ে বিরোধে স্বামী-সন্তানকে মারপিট করার সময় তাদের বাচাঁতে গেলে সুফিয়া খাতুন (৪০) নামের এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের গাবতলা পাড়ায়। এঘটনায় আহত সুফিয়া খাতুনের স্বামী সুন্নত আলী বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।
সুন্নত আলী জানান, জমা-জমি নিয়ে আমার ভাই আশাদুল ইসলামের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে শনিবার সকালে গাবতলা পাড়ার মোড়ে নুরু ইসলামের চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আমার ভাই আশাদুল ইসলাম ও তার ছেলে টিটু এসে অকথ্য ভাষাস গালিগালাজ করতে থাকে। আমি নিষেধ করার সময় তারা দু’জন মিলে আমাকে মারধর শুরু করে। এসময় আমার ছেলে রাজু ঠেকাতে গেলে তারা তাকেও মারধর করে। এক পর্যায়ে স্ত্রী সুফিয়া খাতুন এগিয়ে এলে তারা আমার স্ত্রীকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
মহেশপুর থানার এ এস আই হাবিবুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।