বাগেরহাট প্রতিনিধি ॥ বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে পার্থ মিস্ত্রি নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলার জোবাই গ্রামে বাড়ির পাশে মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ১৭ বছর বয়েসী পার্থ একই গ্রামের চিত্ত রঞ্জন মিস্ত্রির ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
কচুয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, জোবাই গ্রামে বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।