পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে এলাকার সবচেয়ে বড় ক্রিকেট আসর পাইকগাছা প্রিমিয়ার ক্রিকেট লিগ (পিপিসিএল)। রোববার দুপুরে সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের প্রথম খেলায় লস্কর লায়ন্স ক্রিকেট একাদশ ও মরিয়ম ট্রেড কর্পোরেশন ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। মরিয়ম ট্রেড কর্পোরেশন প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৬০ রান করে অলআউট হয়। লস্কর লায়ন্স এর পক্ষে রইজ উদ্দীন ৪ ওভার বল করে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট লাভ করে। জবাবে লস্কর লায়ন্স ৬ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষে পৌছে যায়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মরিয়ম ক্রিকেট একাদশকে ৮ উইকেটে পরাজিত করে লস্কর লায়ন্স ক্রিকেট একাদশ প্রথম খেলায় জয়লাভ করে। লস্কর লায়ন্স এর পক্ষে রাকিব সর্বোচ্চ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ হয় লস্কর লায়ন্স এর রইজ উদ্দীন। এর আগে প্রিমিয়ার ক্রিকেট লিগের চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শেখ জাহিদুজ্জামান হ্যাপি ও আলহাজ¦ এসএম ফয়সাল মাহমুদ অপু।