চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : বুধবার জোহরবাদ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ২ নং ওর্য়াডের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ও বিএনপি নেতা নুর জালাল গাজীর স্মরণে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান টিটুল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, থানা বিএনপি নেতা নুর ইমাম, আসাদুজ্জামান শাহিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, যুব নেতা শামিম কবির ওয়াসিমসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে মরহুমের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।