সমাজের কথা ডেস্ক : চট্টগ্রামের সীতাকূণ্ডে সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৬ জন মারাগেছে। এ ছাড়া দগ্ধ ও আহত ১১ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । তবে এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ ৪ মার্চ বিকাল পৌনে ৫ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন ৬ জন মারা যাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ছয় জন মারা গেছে এবং ১৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি বলে মšত্মব্য করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পৌনে ৫ টার দিকে বিকট শব্দে সীমা রি-রোলিং অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন ধরে যায়। এতে অনেকেই অগ্নিদগ্ধ হন।