অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে ভৈরব নদের চরে দু’দিনে চারটি কুমিরকে রোদ পোহাতে দেখা গেছে। এতে নদ পাড়ের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক । বুধবার বিকালে এবং বৃহস্পতিবার সকালে উপজেলার নওয়াপাড়া নৌবন্দর এলাকায় কুমিরগুলো দেখা যায়। এ অবস্থায় সতর্কতার সঙ্গে ভৈরব নদীতে নামতে পরামর্শ দিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
প্রত্যড়্গদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় ভৈরব নদের চওে তারা তিনটি কুমির দেখতে পান। কুমিরগুলো এক ঘন্টা চরে অবস্থান করছিল। তিনটি কুমিরের মধ্যে একটি প্রায় ছয় ফুটের মত লম্বা । অপর দুটো কিছুটা ছোট।
মধ্যপুর গ্রামের কৃষক অমল পাল বলেন, বুধবার বিকাল আনুমানিক ৩টার দিকে তিনি নওয়াপাড়া ফায়ার সার্ভিস অফিসের পেছনে নদের চরে তিনি একটি কুমিরকে রোদ পোহাতে দেখেন। এ সময় সেখানে শতশত নারী, পুরম্নষ ও শিশু ভিড় করেন।
এ ব্যাপারে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যড়্গ রবিউল হাসান বলেন, ভৈরব নদে কখনও কুমির প্রজাতির কোন কিছু কখনো দেখা যায়নি। পরপর দুই দিন নদীর চরে কুমির দেখে মানুষের মনে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে এখন নদী সংশিস্নষ্ট সকলকে সতর্ক থাকা ইচৎ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আবুজার সিদ্দিকী বলেন, ভৈরব নদের চরে কুমির দেখা গেছে বলে শুনেছি। পরপর দুই দিন ভিন্ন ভিন্ন স্থানে বেশ কয়েকটি কুমিরের রোদ পোহানোর খবর পেয়েছি আমরা। যতদুর শুনেছি, এগুলো কুমির বা ঘোড়েলও হতে পারে। সুন্দরবনের মিঠা পানির কুমির জোয়ারে ভেসে আসতে পারে বা খাবার সন্ধানেও আসতে পারে।
তিনি ঘাট শ্রমিকসহ নদী পাড়ের মানুষদের আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে নদীতে মানুষ ও পশু গোসল করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।