১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এক ফ্রেমে এলেন নায়ক আলমগীরের তিন সন্তান
এক ফ্রেমে নায়ক আলমগিরের ৩ সন্তান
158 বার পঠিত

সমাজের কথা ডেস্ক : নিজের কাজের আপডেট ও নানা সময়ে ষ্টেজ শোর ছবি সামাজিক মাধ্যমে হরহামেশাই প্রকাশ করেন কন্ঠশিল্পী আঁখি আলমগীর। এবার ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন এই নন্দিত কন্ঠশিল্পী।

ছবিতে দেখা গেছে, আঁখি আলমগীর এবং বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাসবির আহমেদকে। এতো দিন আঁখি ছাড়া বাকি দুজন মিডিয়ার কাছে অনেকটা আড়ালেই থেকেছেন। চিত্রনায়ক আলমগীর ও আঁখির ভক্তদের অনেকেই তাদের সঙ্গে পরিচিত নন।
ছবি পোস্ট করে তাইতো ভক্তদের সঙ্গে ভাই-বোনকে পরিচয়ে করিয়ে দিতে আঁখি লিখেছেন, ‘আব্বুর সাথে আমরা তিন ভাই বোন।’
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন আঁখি ও তার পরিবার। কেউ লিখেছেন, ‘প্রথমবারের মতো জানলাম ও দেখলাম নায়ক আলমগীর সাহেবের আরও দুইটি ছেলে মেয়ে ও কন্ঠ শিল্পী আঁখি আলমগীর এর দুইজন ভাইবোন আছেন।’

কেউ লিখেছেন, ‘সবার জন্য শুভকামনা, সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।’

আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর। এ সংসারেই আঁখি আলমগীর, মেহরুবা ও তাসবিরের জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীর।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram