ঝিকরগাছা পৌর প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছা পৌরসভায় প্রায় ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌরভবনে ২০২২-২৩ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। তিনি জানান, এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ বাজেট। প্রস্তাবিত এই বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হবে না। বাজেটের মোট ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৫২৩ টাকা। এরমধ্যে রাজস্ব ব্যয় ৬ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১০১ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান শরীফ বাদশা, পৌর সভাপতি জাহাঙ্গীর কবীর, আওয়ামী লীগ নেতা নাসিমুল হাবিব শিপার, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, উপসহকারী প্রকৌশলী ইদ্রিস আলী, সকল কাউন্সিলর, সাংবাদিক ও সুধীজন।
যশোর ঝিকরগাছা পৌরসভার ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা