সমাজের কথা ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচিতে দিবসটি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতির জনকের ম্যুরাল ও প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদি।
নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর থেকে জানান, মণিরামপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স,ম আলা উদ্দীন, যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, প্রভাষক আলা উদ্দীন লিটন প্রমুখ। আলোচনা সভা শেষে যুবলীগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।