দিন ফুরালো তরমুজেরই
পাকছে গাছে আম,
জামরুলও দুলছে হাওয়ায়
ক’দিন পরেই জাম।
পাকছে কাঁঠাল গাছে গাছে
খাচ্ছি তালের শাঁস,
থোকায় থোকায় ঝুলছে লিচু
আজকে মধু মাস।
দিন ফুরালো তরমুজেরই
পাকছে গাছে আম,
জামরুলও দুলছে হাওয়ায়
ক’দিন পরেই জাম।
পাকছে কাঁঠাল গাছে গাছে
খাচ্ছি তালের শাঁস,
থোকায় থোকায় ঝুলছে লিচু
আজকে মধু মাস।