ফুল পাখিদের রংয়ের খেলা
বন বাদাড়ে প্রাণের মেলা
নদ নদীতে সুরের ভেলা
রূপের নাইতো শেষ।
লাল সবুজে মিশে আছি
সবুজ মাঠে মুক্ত হাসি
মাগো তোমায় ভালবাসি
এইতো আমার দেশ।
ফুল পাখিদের রংয়ের খেলা
বন বাদাড়ে প্রাণের মেলা
নদ নদীতে সুরের ভেলা
রূপের নাইতো শেষ।
লাল সবুজে মিশে আছি
সবুজ মাঠে মুক্ত হাসি
মাগো তোমায় ভালবাসি
এইতো আমার দেশ।