নিজস্ব প্রতিবেদক॥ ইউপি নির্বাচনী সহিংসতায় যশোরের শার্শায় কুতুব উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এই রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত মোসলেম কাজীর ছেলে শহিদুল ইসলাম ও জিয়াদ আলীর ছেলে আজগর আলী।
মামলার বিবরণে জানা গেছে, নিহত কুতুব উদ্দীন শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে। তিনি কায়বা ইউনিয়নে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের কর্মী ছিলেন। ওই ইউপিতে নৌকার প্রার্থী ছিলেন ফিরোজ আহম্মেদ টিংকু। গত ২৭ নভেম্বর সকালে নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের কর্মী সমর্থকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কুতুব উদ্দীনসহ আরো কয়েক নেতাকর্মী আহত হন। গুরুতর অবস্থায় কুতুব উদ্দিনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত ৮টায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত কুতুব উদ্দিনের বড় ভাই শাহাবুদ্দীন বাদী হয়ে ওই দুইজনসহ ১৪জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন। মামলায় ওই দুই আসামিকে আটকের পরে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানী শেষে তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।