কেশবপুর (যশোর) প্রতিনিধি॥ কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের ৩য় দিনে মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানাগেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাস্ক ব্যবহার না করায় ত্রিমোহিনী মোড় চত্বরে একজন পথচারীকে ১শ’ টাকা ও শহরের মধু সড়কে স্বাস্থ্যবিধি মেনে না চলায় একজন ডাক্তারের দোকানে ২ শ’ টাকা জরিমানা আদায় করেন।
যশোর কেশবপুরে লকডাউনের ৩য় দিনে দু’জনকে জরিমানা