সমাজের কথা ডেস্ক॥ চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক চিকিৎসকসহ নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৮ জনে দাঁড়াল বলে শনিবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, আলমডাঙ্গায় ৯ জন ও দামুড়হুদায় ৭ জন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, “সকালে আসা প্রতিবেদন অনুযায়ী জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে বেশির ভাগই সহকর্মী, নিকট আত্মীয় বা প্রতিবেশীদের থেকে সংক্রমিত হয়েছিলেন।”