নিজস্ব প্রতিবেদক ॥ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের কাজীপুরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার আলমের ব্যক্তি উদ্যোগে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল পাঁচ টায় পশ্চিম কাজীপুরে একশ’ পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা প্রফেসর আবু নাসের, মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, মোবারককাঠী জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, পশ্চিম কাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. মমিন প্রমুখ।
যশোর কাজীপুরে আ’লীগ নেতার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত