মেধাবীরা যায় যে ঝরে ঝড়ে
কারা পেটায়, কারা এমন করে?
হয়তো ভিন্ন মতের মতো ছিলো
কিন্তু সেতো দেশের কথাই নিলো!
সবাই অবাক, অবাক প্রশাসনও
ওরা নেতা? নেতার মতো গোনো?
গোলাম-শোভন নেই কিন্তু এখন
ওপথেই কি হাঁটছিলে গো তখন?
মেধাবীরা যায় যে ঝরে ঝড়ে
কারা পেটায়, কারা এমন করে?
হয়তো ভিন্ন মতের মতো ছিলো
কিন্তু সেতো দেশের কথাই নিলো!
সবাই অবাক, অবাক প্রশাসনও
ওরা নেতা? নেতার মতো গোনো?
গোলাম-শোভন নেই কিন্তু এখন
ওপথেই কি হাঁটছিলে গো তখন?