খোকাখুকু আনন্দে গায়
শরৎ-শাদার গান
বাতাস ছুঁয়ে ওড়ে ভাসে
রাখতে গাঁয়ের মান।
ওরাই বড় হয় যে আবার
ওরাই ছোটো হয়
ওরা শাদা মনের মানুষ
নেই তো কোনো ভয়।
খোকাখুকু আনন্দে গায়
শরৎ-শাদার গান
বাতাস ছুঁয়ে ওড়ে ভাসে
রাখতে গাঁয়ের মান।
ওরাই বড় হয় যে আবার
ওরাই ছোটো হয়
ওরা শাদা মনের মানুষ
নেই তো কোনো ভয়।