নিজস্ব প্রতিবেদক ॥ নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যশোর জেলা যুবমহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে শহরের সিসিটিএস মিলনাতয়নে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য।
জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী।

বর্ধিত সভায় প্রধান অতিথি পীযুষ কান্তি ভট্টাচার্য্য বলেন, ‘গত দশ বছরে
বাংলাদেশের আর্থ-সামজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ
হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে। কিন্তু দেশকে পিছিয়ে
নিয়ে যেতে ষড়যন্ত্রও আছে। সেই সব ষড়যন্ত্রকারীরা ধানের শীষে ঐক্যবদ্ধ
হয়েছে। তাই আমাদের দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের পক্ষের নৌকা প্রতীককে
জয়ী করতে হবে। সেটা করতে পারলে আগামীতে বিএনপি-জামায়াত জোটের সব ষড়যন্ত্র
সমূলে উচ্ছেদ করা হবে।’
এসময় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য প্রবীণ নেতা
আমিরুল ইসলাম রন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ,
সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, পৌর কাউন্সিলার আজিজুল ইসলাম, জেলা
যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন
মোস্তাক, যুবমহিলা লীগের সহ-সভাপতি নাসিমা আক্তার জলি, সাংগঠনিক সম্পাদক
রিনি খান, সদর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক শেখ সাদিয়া মৌরিন প্রমুখ উপস্থিত
ছিলেন।