সমাজের কথা ডেস্ক॥ আপনি যদি উড়ন্ত গাড়িকে বাস্তবে দেখতে চান তাহলে আপনাকে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ট্যারাফুগিয়া টিএফ-এক্স নামের সুপার কার আকাশে উড়বে ২০১৮ সালের মধ্যে।
সিঙ্গাপুর ভিত্তিক ভান্ডা ইলেকট্রিক নতুন একটি সুপার কার উম্মোচিত করল যে সুপার কারটি ১ হাজার ৫০০ হর্স পাওয়ারের। গাড়িটি শুন্য থেকে ৬০ মাইল স্পিড তুলতে সময় নেবে মাত্র ২ দশমিক ৬ সেকেন্ড। টেসলা রেডিও ফ্লাইয়ারের সাথে যৌথ উদ্যোগে শিশুদের জন্য মডেল এস নামে আরেকটি কার উম্মোচিত করেছে। নাসার একজন বিজ্ঞানী অদুর ভবিষ্যতে একটি মহাকাশযান আবিষ্কারের চেষ্টা করছে যা মহাকাশ থেকে মঙ্গলে যেতে সময় নেবে মাত্র ৩০ মিনিট।
নতুন এই উড়ুক্কু গাড়িটি একসাথে চারজন আরোহী নিয়ে আকাশে উড়াল দিতে পারে। সড়কে চলন্ত অবস্থা থেকে আকাশে উড্ডয়নের জন্য গাড়িটির কোন রানওয়ে দরকার হবে না। এতে রয়েছে দুটি ইলেট্রোনিক মোটর পডস। মেগাওয়াটের ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন আপনাকে মুহূর্তেই আকাশে উড়িয়ে নেবে।
উড়ন্ত অবস্থায় গাড়িটি ৫০০ মাইল পর্যন্ত পাড়ি দিতে পারবে। ঘণ্টায় ২০০ মাইল উড়তে পারবে গাড়িটি। এতে রয়েছে নিরাপদ ল্যান্ডিং সুবিধা।
এখনও পর্যন্ত গাড়িটির বাস্তব রুপ দেখা যায় নি। তবে থ্রিডি ভিডিওতে দেখে নিন ভবিষ্যতের সুপার কারটি।
অবাক কান্ড কল্পনার উড়ুক্কু গাড়ি এবার বাস্তবে