সমাজের কথা ডেস্ক॥ আধুনিক যুগে চাকরি বাকরি সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর। তবে এসব ক্ষেত্রে কিন্তু সাবধান থাকা খুব জরুরি। নইলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। সম্প্রতি এরকম লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়েছেন এক ব্রিটিশ তরুণী।
চলতি মাসের ৫ তারিখে চাকরির জন্য আবেদন করেছিলেন ১৮ বছরের এক ব্রিটিশ তরুণী। কিন্তু অনলাইনে নিজের সিভি পাঠানোর বদলে সে গরুর ঝাল মাংসের রেসিপি পাঠিয়ে দেয়। রোববার এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট।
পত্রিকাটি জানায় হিদার ম্যাক নাব নামের ওই তরুণী একটি এস্টেট এজেন্ট কোম্পানিতে চাকুরির জন্য আবেদন করেছিল। কিন্তু দুর্ঘটনাবশত সে আবেদনপত্রের সঙ্গে নিজের জীবনবৃত্তান্ত পাঠানোর বদলে ঝাল গরুর মাংস রান্না করার রেসিপি পাঠিয়ে দেয়।
যদিও নিজের ভুল নিয়ে কোনোই অনুতাপ নেই ওই তরুণীর। বরং মনে মনে সে চাকুরিটি পাওয়ার আশা করছে। ডেইলি মেইল পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সে জানায়, ‘অনেকেই এমনটি বলে থাকেন যে, তুমি যদি বিফ চিলি রান্না করতে পার তবে তোমাকে আমি চাকরি দেব। এখন আমি এটি করে দেখিয়েছি। আমার রেসিপি যে কোনো কিছু করতে পারে। আশা করছি তারা আমাকেই নিয়োগ দেবে।’