ক্রীড়া প্রতিবেদক॥ আসন্ন জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট ও কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের সুপার লীগের প্রতিযোগিতা যশোর শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বোরবার কালেক্টরেট সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ হাসান পনির, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি আজিজুল ইসলাম শুকুর, যুগ্ম সম্পাদক নুরুল আরেফিন, সদস্য সোহেল আল মামুন নিশাদ, জেলা ক্রীড়া কর্মকর্তা খান মোহাম্মদ মাকসুদুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক একেএম নুরুজ্জামান, ইসলামী ব্যাংক যশোর শাখার ভাইস প্রেসিডেন্ট শফিউল আজম, ক্রীড়া ব্যক্তিত্ব শামস্ বারী শিমুল, অ্যাড. আব্দুল গফুর, সহিদুল ইসলাম বাচ্চু, কেএম জাকির হোসেন ও আকসাদুর রহমান প্রমুখ। সভায় জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও ডিএফএর সভাপতি আসাদুজ্জামান মিঠুকে সদস্য সচিব করে একটি টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়। এছাড়া টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
যশোর জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময় সভা