সমাজের কথা ডেস্ক॥ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে প্রাথমিক শিক্ষার ভিত শক্ত করতে হবে। তা না হলে অনেকেই ঝরে পড়বে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্বের সঙ্গে দেখে কার্যক্রম পরিচালিত করছে। ইতোমধ্যে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পিটআই-এ বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।