নিজস্ব প্রতিবেদক॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার সন্ধ্যায় প্রেসকাব যশোর পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী পলক প্রেসকাবে এসে পৌঁছুলে কাবের সম্পাদক আহসান কবীর , সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলাসহ সিনিয়র সাংবাদিকরা তাকে স্বাগত জানান। প্রতিমন্ত্রী প্রেসকাব ভবন ঘুরে দেখেন এবং কাবের উন্নয়নে সম্ভব সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
তিনদিনের সফরে জুনাইদহ আহমেদ পলক বুধবার বিকেলে যশোর এসেছেন। বৃহস্পতিবার তিনি যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ও ডিজাস্টার রিকভারি সেন্টার পরিদর্শনসহ নানা কর্মসূচিতে যোগ দেবেন। পরদিন তিনি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন।
যশোর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের যশোর প্রেসকাব পরিদর্শন