নিজস্ব প্রতিবেদক॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে স্বর্ণের দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বিশ্বাস জুয়েলার্সে ঘরের টিন কেটে সোনা ও রূপাসহ প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে জানায় প্রশান্ত কুমার বিশ্বাস। এই বাজার ব্যবসায়ীরা জানায় যেমন লিটনের তেলের দোকান, তন্তুর স্বর্ণের দোকান, মোস্তফার বীজের দোকান, আব্দুলার মোবাইলের দোকান। তাদের অভিযোগ প্রতিমাসে ডিউটির টাকা পরিশোধ করেও আজও পর্যন্ত আমাদের দোকান চুরি হওয়ার পরও কমিটি কোন ব্যবস্থা নেয়নি।
জানা যায়, চুড়ামনকাটি বাজারে ৬শ’ থেকে ৭শ’ ছোট বড় দোকান আছে। প্রতিনিয়ত স্থায়ীভাবে ব্যবসা করে আসছে। এই বাজারে নৈশ্য প্রহরী রাখা আছে প্রায় ৩ বছর। এদের বেতনের জন্য প্রতি দোকান ১শ’ থেকে শুরু করে ২শ’, ৩শ’, ৪শ’ টাকা তোলা হয়। যা লক্ষ টাকার উপরে। যে টাকায় ২০জন নৈশ্য প্রহরী রাখা সম্ভব। অথচ জানা যায়, চুড়ামনকাটি বাজারে হাতেগোনা পাঁচ, ছয়জন ডিউটি করে থাকে। যা চাহিদার তুলনায় অনেক কম। বিগত কয়েক বছর ধরে বাজারে ডিউটি চলাকালীন বাজারে বহু দোকান থেকে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে।
যশোর চুড়ামনকাটিতে স্বর্ণের দোকানে চুরি