সমাজের কথা ডেস্ক॥ স্বাধীনতার ৪৩ বছর পর বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইতিহাস নিয়ে মিথ্যাচার শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এ আয়োজন করে।
তিনি বলেন, তারেক রহমান মুর্খের মতো কথা বলেছে। তারেক যে বক্তব্য দিয়েছে এটা তার নিজের বক্তব্য নয়। তাকে দিয়ে এটা বলানো হয়েছে। কারণ পাকিস্তানিরা আমাদের রাষ্ট্রকে এখনও অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সেই ধারাবাহিকতায় তারা বাংলাদেশে অর্থ খরচ করে এজেন্ট রেখেছে। খালেদা জিয়া সেই এজেন্টের দায়িত্বের কাজ করছে।
বিএনপি’র তিস্তা নদীর পানির জন্য লংমার্চ করার উদ্দেশে বলেন, তিস্তা নদীর পানি এটা জনগণের দাবি, দেশের দাবি ও সরকারের দাবি। পানি সমস্যা নিয়ে সরকার কাজ করছে। ভারতে নির্বাচন হচ্ছে নতুন সরকার গঠন হওয়ার পর আলোচনা করে পানির সমস্যা সমাধান করা হবে। এর জন্য লং মার্চ করার কি প্রয়োজন।