সমাজের কথা ডেস্ক॥ মুক্তিপণের টাকা পরিশোধ করে ডাকাত আলিম বাহিনীর কবল থেকে মুক্তি পেয়েছে সুন্দরবনে অপহৃত নয় জেলে।
মুক্তি পেয়ে শনিবার বিকেলে তারা শ্যামনগর উপজেলার সিংহরতলী গ্রামে ফিরেছে।
ফিরে আসা জেলেরা জানান, সুন্দরবনের চুনকুড়ি নদী সংলগ্ন সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাগদীখালে কাঁকড়া ধরার সময় বনদস্যু আলিম বাহিনী গত বুধবার সন্ধ্যায় তাদের অপহরণ করে।
পরে তারা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পরিশোধ করায় শনিবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বাংলানিউজকে জানান, অপহৃতরা সবাই আমার ইউনিয়নের জেলে। মিডিয়ায় তাদের নাম প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক বাংলানিউজকে জানান, তার কাছে এ ব্যাপারে কোন তথ্য নেই।