সমাজের কথা ডেস্ক॥ ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে বোমা ও গুলি করে কনস্টেবল হত্যা ও জেএমবির মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য রাজুকে ঢাকায় সিআইডির কাছে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে রাজুকে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান।
এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু পুলিশকে কোনো চাঞ্চল্যকর তথ্য দেননি।
মাজেদুর রহমান জানান, রাজুকে সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এজন্যে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি জানান, জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে রাজুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মুখ খুলতে চাচ্ছেন না।
রোববার গভীর রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার নটরকান্দা কুলুপাড়া এলাকা থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজুকে গ্রেফতার করে। পরে সোমবার দুপুরে ডিবি পুলিশ ময়মনসিংহের ৪নং আমলি আদালতে রাজুকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।