সমাজের কথা ডেস্ক॥ ভারতের জনপ্রিয় সেলিব্রেটি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর বর্তমান উপস্থাপক সালমান খানকে হটিয়ে তার স্থান নিতে পারেন রণবীর কাপুর।
জি নিউজের খবর অনুযায়ী, সামনের দিনগুলোতে সালমান ব্যস্ত হয়ে পড়বেন তার নতুন অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি নির্মিত হবে সামাজিক সচেতনতাকে কেন্দ্র করে। আর তাই বিগ বসের জন্য তার ব্যস্ত শিডিউলে সময় নাও থাকতে পারে। বিগ বস চলাকালীন বেশ কয়েকবার অনুষ্ঠানটি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
সংবাদমাধ্যমটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, এরমধ্যে নির্মাতাপ্রতিষ্ঠান নতুন উপস্থাপক খুঁজতে শুরু করেছেন। এ ব্যাপারে তাদের প্রথম পছন্দ রণবীর কাপুর। তবে রণবীর এই প্রস্তাব গ্রহণ করবেন কি না তা এখনও নিশ্চিত হয়নি।
২০১০ সাল থেকে অনুষ্ঠানটির উপস্থাকরূপে সালমানের অন্তর্ভুক্তির পর থেকেই ‘বিগ বস’-এর জনপ্রিয়তা বেড়েছে বহু গুণ। আর তাই সালমানবিহীন ‘বিগ বস’ কতটা সাড়া জাগাতে পারবে দশর্কমনে, সেটাই হবে দেখার বিষয়।