সমাজের কথা ডেস্ক॥ আদালতে ব্যবহৃত সম্মানিক শব্দবন্ধ “মাই লর্ড” নিষিদ্ধের আবেদন করেছেন দিল্লির এক আইনজীবী। আদালতে শব্দবন্ধটির ব্যবহারকে উপনিবেশিক আমলের প্রথা ও ভারতীয় প্রথার সঙ্গে এটি সাংঘর্ষিক বলে দাবী করেছেন তিনি।
ভারতীয় রাজধানীর ৭৫ বছর বয়সী এ আইনজীবীর নাম শিভ সাগর তিওয়ারি বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
সোমবার ভারতের সর্বোচ্চ আদালতে এ বিষয়ে একটি মামলা দাখিল করতে চেয়েছিলেন তিওয়ারি, কিন্তু আদালত তা আমলে নেয়নি।
তবে এতে দমে যাননি তিনি। মামলাটি বিবেচনার জন্য সর্বোচ্চ আদালতের অন্য কোনো বেঞ্চে আবার আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি।
সর্বোচ্চ আদালতে যে বিচারক তিওয়ারির আবেদনটি খারিজ করে দিয়েছেন, তিনি বলেছেন, ভারতের কোনো আদালতেই বিচারকদের “মাই লর্ড” বা “ইওর লর্ডশিপ” বলে সম্বোধন করতে নিয়ম জারি করা হয়নি।
এ বিষয়ে তিওয়ারি বলেছেন, ভারতীয় বার কাউন্সিল ২০০৬ সালে এক ঘোষণায় এই শব্দবন্ধকে নিষিদ্ধ করলেও কিছু কিছু আদালতে বিষয়টি অগ্রাহ্য করা হয়।
অল্প-কথা ‘মাই লর্ড’ শব্দবন্ধ নিষিদ্ধের আবেদন