সমাজের কথা ডেস্ক॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বোমা বানানোর সময় বিস্ফোরণে এক বিএনপিকর্মীর কব্জি উড়ে গেছে।
রোববার বেলা পৌনে ২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের মীনাগাজির টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহাবউদ্দিন (৪২) স্থানীয় বিএনপি কর্মী এবং এলাকায় ককটেল শাহাইব্য নামে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ অলি বলেন, দুপুর পৌনে ২টার দিকে কোদালিয়া চা বাগান সংলগ্ন মীনাগাজির টিলা এলাকার কবরস্থানের পাশের একটি ঘরে বিস্ফোরণ ঘটে।
“স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু ততোক্ষণে শাহাবউদ্দিন পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়।”
পরে রাঙ্গুনিয়ার ১৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে বিকাল ৩টার দিকে ইছাখালী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিস্ফোরণের পর ওই ঘরে অভিযান চালিয়ে ছয়টি তাজা হাতবোমা, ২০টি বোমার মোড়ক, পটাশিয়াম পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ওসি ওয়ালিউল্লাহ বলেন, বিস্ফোরণে শাহাবউদ্দিনের ডান হাতের কব্জি উড়ে গেছে। তার বাঁ হাতের অবস্থাও ভাল নয়। শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য স্প্লিন্টার লেগেছে।
“শাহাবউদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে আমরা নিশ্চিত হয়েছি। হরতালে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আহত শাহাবউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিবিধ বোমা বানানোর সময় কব্জি গেল বিএনপিকর্মীর