অভয়নগর (যশোর) প্রতিনিধি॥ অভয়নগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষে মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট নামক স্থানে। জানা গেছে, ভাঙ্গাগেট এলাকার বাসিন্দা গোলাম কুদ্দুসের বসত বাড়ির জমির মালিকানা দাবি করে সোমবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী ওই বসত বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে গোলাম কুদ্দুসের মা আছিরন নেছা(৭০), ভাইবৌ সুইটি বেগম (২৮) ভাই ইয়াকুব আলী (৪৫) জোহরা বেগম (৪০), লতিফা বেগম (৩৮) ও শিক্ষক তৈয়েব আলী আহত হন। আহতদের মধ্যে ইয়াকুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জয়নাল ও মুকুল নামের দুইজনকে আটক করে পরে ছেড়ে দেয়।
যশোর অভয়নগরে জমিজমা নিয়ে সংঘর্ষ॥ আহত ৬