সমাজের কথা ডেস্ক॥
পিসি-ব্যবহারকারীদের দিন দিন স্মার্টফোন আর ট্যাবলেটের প্রতি আসক্তির কারণে বিভিন্ন টেক জায়ান্টের নিত্যনতুন প্রযুক্তির কারণে হারিয়ে যাচ্ছে ২০ বছরের পুরনো ওয়েবভিত্তিক ‘কুকি’।
স্যান হোসে মার্কারি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে টেক জায়ান্ট গুগল, অ্যাপল এবং মাইক্রোসফট এখন স্মার্টফোন আর ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য নতুন প্রযুক্তি বানাচ্ছে। এতে করে পুরনো কুকির ব্যবহার হ্রাস পেয়েছে অনেকখানি।
কুকি হল এক ধরনের কোড, যার তথ্যর উপর ভিত্তি করে বিভিন্ন ওয়েবপেইজে ব্যক্তির পছন্দনীয় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এর উপর নির্ভর করেই মূলত ব্যক্তির বিভিন্ন কার্যাবলী, যেমন- ইয়াহুতে মেইল থেকে ফেইসবুকের খেলা বা অ্যাপলিকেশন পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত হয়।
যদিও ফেইসবুক এবং অন্যান্য অনেক সাইটে কুকির ব্যতিক্রমী ব্যবস্থা থাকায় ব্যবহারকারীরা স্মার্টফোন আর ট্যাবলেটে খুব সহজেই সেসব ব্যবহার করতে পারেন।
কিন্তু গুগল বা গুগল ক্রমের মতো জায়গায় নতুন ব্যতিক্রমী ব্যবস্থা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় কী রকম ভূমিকা রাখবে তাই নিয়েই এখন চিন্তিত সবাই।